:Lakes and Lagoons of India:
ভারতের হ্রদ ও উপহ্রদ
হিমালয়ের কুমায়ুন অঞ্চলের হ্রদকে বলে ' তাল ', এই তাল গুলির মধ্যে উল্লেখ্য হলো - নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাউকুচিয় তাল, পুনাতাল, মালওয়াতাল, খুরপাতাল ইত্যাদি ( এইগুলি মিষ্টি জলের হ্রদ ) ।
উত্তর ভারতের হ্রদ :-
হ্রদের নাম |
অবস্থান |
(১) হেমকুন্দু |
ভুঞ্জ উপত্যকা |
(২) রূপকুন্ড |
নন্দাঘুন্টি |
(৩) ডাল |
কাশ্মীর ( হিমালয় ) |
(৪) উলার |
কাশ্মীর ( হিমালয় ) |
(৫) দুধনাগ |
কাশ্মীর ( হিমালয় ) |
(৬) হরনাগ |
কাশ্মীর ( হিমালয় ) |
(৭) সল্টলেক ( লবণাক্ত ) |
লাদাখ |
(৮) ল্যাংগং ( লবণাক্ত ) |
লাদাখ |
(৯) সো-মারোরি ( লবণাক্ত ) |
লাদাখ |
(১০) লকটাক |
মনিপুর |
(১১) সম্বর ( লবণাক্ত ) |
রাজস্থান |
(১২) পুস্কর ( লবণাক্ত ) |
রাজস্থান |
(১৩) দিদওয়ানা ( লবণাক্ত ) |
রাজস্থান |
(১৪) পাচভদ্র |
রাজস্থান |
দক্ষিণ ভারতের হ্রদ :-
হ্রদের নাম |
অবস্থান |
(১৫) চিল্কা ( লবণাক্ত ) |
পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উপকূল |
(১৬) কোলেরু ( লবণাক্ত ) |
কৃষ্ণা ও গোদাবরীর ব-দ্বীপের মধ্যবর্তী অংশ |
(১৭) পুলিকট ( লবণাক্ত ) |
চেন্নাই এর কাছে ( তামিলনাড়ু ) |
- রাজস্থানের লবণাক্ত হ্রদকে ' প্লায়া ' বলে।
- পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত চিল্কা হ্রদটি ভারতের বৃহত্তম হ্রদ।
- মালাবার উপকূলের উপহ্রদগুলোকে ' কয়াল ' বলে।
- হ্রদ ও উপহ্রদের
মধ্যে পার্থক্য :-
হ্রদ |
উপহ্রদ |
একটি হ্রদ একটি জলের দেহ যা স্থির বা ধীরে চলমান এবং মহাসাগর থেকে দূরে। |
একটি উপহ্রদ যদিও এটি হ্রদের মতো দেখতে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি অগভীর জলাশয় এবং সমুদ্র থেকে জল গ্রহণ করে এবং এটি বালির তৈরি বাধার দ্বীপ দ্বারা সমুদ্র থেকে পৃথক হয়। |
হ্রদগুলি বেশিরভাগ মিষ্টি জলের হ্রদ যা পাহাড়ের পাদদেশে গঠিত হয়। |
উপহ্রদ হ'ল এক প্রকার লবণাক্ত জলের হ্রদ | |
হ্রদগুলি সমুদ্র থেকে অনেক দূরে তৈরী হয়। |
উপহ্রদ সমুদ্রের কাছাকাছি গঠিত হয় | |
হ্রদগুলি চারদিকে জমি দ্বারা ঘিরে থাকে যদিও তারা কোনও নদী বা অন্য কোনও প্রবাহ দ্বারা গঠিত হয়। |
উপহ্রদ সমুদ্রের
তরঙ্গ দ্বারা গঠিত হয় | |
বিশ্বজুড়ে প্রায় 2 মিলিয়ন হ্রদ রয়েছে, যেখানে অনেক কম উপহ্রদ রয়েছে।
Thank you ...
No comments: