Lakes and Lagoons of India | ভারতের হ্রদ ও উপহ্রদ

:Lakes and Lagoons of India:

ভারতের হ্রদ ও উপহ্রদ 

হিমালয়ের কুমায়ুন অঞ্চলের হ্রদকে বলে ' তাল ', এই তাল গুলির মধ্যে উল্লেখ্য হলো - নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাউকুচিয় তাল, পুনাতাল, মালওয়াতাল, খুরপাতাল ইত্যাদি ( এইগুলি মিষ্টি জলের হ্রদ ) । 




উত্তর ভারতের হ্রদ :-

হ্রদের নাম

অবস্থান

(১) হেমকুন্দু  

ভুঞ্জ উপত্যকা

(২) রূপকুন্ড

নন্দাঘুন্টি

(৩) ডাল

কাশ্মীর ( হিমালয় )

(৪) উলার

কাশ্মীর ( হিমালয় )

(৫) দুধনাগ

কাশ্মীর ( হিমালয় )

(৬) হরনাগ

কাশ্মীর ( হিমালয় )

(৭) সল্টলেক ( লবণাক্ত )

লাদাখ

(৮) ল্যাংগং ( লবণাক্ত )

লাদাখ

(৯) সো-মারোরি ( লবণাক্ত )

লাদাখ

(১০) লকটাক

মনিপুর

(১১) সম্বর  ( লবণাক্ত )

রাজস্থান

(১২) পুস্কর ( লবণাক্ত )

রাজস্থান

(১৩) দিদওয়ানা ( লবণাক্ত )

রাজস্থান

(১৪) পাচভদ্র

রাজস্থান

 

দক্ষিণ ভারতের হ্রদ :-

হ্রদের নাম

অবস্থান

(১৫) চিল্কা ( লবণাক্ত )

পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উপকূল

(১৬) কোলেরু ( লবণাক্ত )

কৃষ্ণা ও গোদাবরীর ব-দ্বীপের মধ্যবর্তী অংশ

(১৭) পুলিকট ( লবণাক্ত )

চেন্নাই এর কাছে ( তামিলনাড়ু )

 

  • রাজস্থানের লবণাক্ত হ্রদকে ' প্লায়া ' বলে।
  • পূর্ব ভারতের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত চিল্কা হ্রদটি ভারতের বৃহত্তম হ্রদ।
  • মালাবার উপকূলের উপহ্রদগুলোকে ' কয়াল ' বলে।

 

  • হ্রদ ও উপহ্রদের মধ্যে পার্থক্য :-

হ্রদ

উপহ্রদ

একটি হ্রদ একটি জলের দেহ যা স্থির বা ধীরে চলমান এবং মহাসাগর থেকে দূরে।

 

একটি উপহ্রদ যদিও এটি হ্রদের মতো দেখতে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি অগভীর জলাশয় এবং সমুদ্র থেকে জল গ্রহণ করে এবং এটি বালির তৈরি বাধার দ্বীপ দ্বারা সমুদ্র থেকে পৃথক হয়।

 

হ্রদগুলি বেশিরভাগ মিষ্টি জলের হ্রদ যা পাহাড়ের পাদদেশে গঠিত হয়।

উপহ্রদ হ'ল এক প্রকার লবণাক্ত জলের হ্রদ |

 

হ্রদগুলি সমুদ্র থেকে অনেক দূরে তৈরী হয়।

উপহ্রদ সমুদ্রের কাছাকাছি গঠিত হয় |

 

হ্রদগুলি চারদিকে জমি দ্বারা ঘিরে থাকে যদিও তারা কোনও নদী বা অন্য কোনও প্রবাহ দ্বারা গঠিত হয়।

 

উপহ্রদ সমুদ্রের তরঙ্গ দ্বারা গঠিত হয় |

 

বিশ্বজুড়ে প্রায় 2 মিলিয়ন হ্রদ রয়েছে, যেখানে অনেক কম উপহ্রদ রয়েছে।


Thank you ...

Lakes and Lagoons of India | ভারতের হ্রদ ও উপহ্রদ Lakes and Lagoons of India | ভারতের হ্রদ ও উপহ্রদ Reviewed by Exam Canvas on December 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.