মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর - ভূগোল

 মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর

ভূগোল

) ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

() পাকিস্তান () নেপাল () চীন () শ্রীলঙ্কা

উত্তর - চীন।


মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর - ভূগোল


) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

() শ্রীলঙ্কা () বাংলাদেশ () মালদ্বীপ () মায়ানমার

উত্তর - মালদ্বীপ।


) SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

() জেনেভা () ইসলামাবাদ () কাঠমান্ডু () নতুন দিল্লী

উত্তর - কাঠমান্ডু।


) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছর হয়েছিল ?

() ১৯৫৫ সালে () ১৯৫৬ সালে () ১৯৫৭ সালে () ১৯৫৮ সালে

উত্তর - ১৯৫৬ সালে।


) কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?

() মহীশূর () মনিপুর () বাঙ্গালোর () ম্যাঙ্গালোর

উত্তর - মহীশূর।


) ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?

() মানস () রায়ডাক () তিস্তা () ওয়াংচু

উত্তর - মানস।


) শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি ?

() মহাবলী গঙ্গা () কলানি গঙ্গা () পারাঙ্গি () আরু

উত্তর - মহাবলী গঙ্গা।


) শ্রীলঙ্কার অধিবাসীরা প্রধানত কোন ধর্মের ?

() হিন্দু () বৌদ্ধ () ইসলাম () খ্রিষ্টান

উত্তর - বৌদ্ধ।


) নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের ?

() ইসলাম () হিন্দু () বৌদ্ধ () খ্রিষ্টান

উত্তর - হিন্দু।


১০) মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে ?

() মায়ানমার () শ্রীলঙ্কা () বাংলাদেশ () ভুটান

উত্তর - শ্রীলঙ্কা।


১১) পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?

() হিমালয় () আরাবল্লী () আন্দিজ () রকি

উত্তর - আরাবল্লী।


১২) নাথুলা পাস কোথায় অবস্থিত ?

() ভুটানে () কাশ্মীরে () সিকিমে () তিব্বতে

উত্তর - সিকিমে।


১৩) কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হল -

() হূদ্রু () শিবসমুদ্রম () নর্মদা জলপ্রপাত () কোনটিই নয়

উত্তর - শিবসমুদ্রম।


১৪) ভারতের জলসেচ সবচেয়ে বেশি হয় -

() কূপ নলকূপের সাহায্যে () জলাশয়ের সাহায্যে () খালের সাহায্যে () নদীর সাহায্যে

উত্তর - খালের সাহায্যে।


১৫) ' রেগুর ' বলা হয় -

() লোহিত মৃত্তিকাকে () কৃষ্ণ মৃত্তিকাকে () পাললিক মৃত্তিকাকে () ল্যাটেরাইট মৃত্তিকাকে 

উত্তর - কৃষ্ণ মৃত্তিকাকে।

Thank you ..

মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর - ভূগোল মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর - ভূগোল Reviewed by Exam Canvas on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.