সমুদ্র স্রোত (Ocean Current)
What is
Ocean Current? অর্থাৎ সমুদ্রস্রোত কাকে বলে ?
উত্তর :-
পৃথিবীর আবর্তন, বায়ুপ্রবাহ, সমুদ্রজলের লবণত্ব, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রজল
নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় - সমুদ্রজলের এই গতিকে সমুদ্রস্রোত (Ocean
Current) বলে।
সমুদ্রস্রোতের
গতি প্রতি ঘন্টায় গড়ে ৩ থেকে ৯ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তুলনায় অগভীর জলে স্রোতের
বেগ বেশি হয়ে থাকে।
: নানাবিধ সমুদ্র স্রোত :
বায়ুপ্রবাহের
মতোই সমুদ্রজলের স্রোতকে সামুদ্রিক স্রোত বলা হয়।
সামুদ্রিক স্রোত দুই - প্রকারের (ক)
উষ্ণ স্রোত ও (খ) শীতল স্রোত।
( ১ ) উষ্ণস্রোত
: সমুদ্রস্রোত যখন উষ্ণমন্ডল থেকে প্রবাহিত হয় , তখন তাকে উষ্ণস্রোত বলে।
( ২ ) শীতল
স্রোত :- শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে যায়।
মেরুদেশ থেকে প্রবাহিত স্রোত হলো শীতল স্রোত।
( ৩ ) নিরক্ষীয়
স্রোত :- নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত স্রোতকে বলে নিরক্ষীয় স্রোত।
( ৪ ) মেরুদেশীয়
স্রোত :- মেরুপ্রদেশ থেকে প্রবাহিত সমুদ্রস্রোতকে মেরুদেশীয় স্রোত বলে।
( ৫ ) বহিঃস্রোত
ও অন্তঃস্রোত :- জলের অপেক্ষাকৃত উপরের অংশে প্রবাহিত স্রোতকে বহিঃস্রোত বলে এবং জলের
নিচের অংশ দিয়ে প্রবাহিত স্রোতকে অন্তঃস্রোত বলে।
সমুদ্রস্রোত
যেদিকে যায়, নামকরণ সেরকম হয়।
Thank you ..
No comments: