সমুদ্র স্রোত (Ocean Current)
What is
Ocean Current? অর্থাৎ সমুদ্রস্রোত কাকে বলে ?
উত্তর :-
পৃথিবীর আবর্তন, বায়ুপ্রবাহ, সমুদ্রজলের লবণত্ব, ঘনত্ব ও উষ্ণতার পার্থক্যের জন্য সমুদ্রজল
নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় - সমুদ্রজলের এই গতিকে সমুদ্রস্রোত (Ocean
Current) বলে।
সমুদ্রস্রোতের
গতি প্রতি ঘন্টায় গড়ে ৩ থেকে ৯ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তুলনায় অগভীর জলে স্রোতের
বেগ বেশি হয়ে থাকে।
: নানাবিধ সমুদ্র স্রোত :
বায়ুপ্রবাহের
মতোই সমুদ্রজলের স্রোতকে সামুদ্রিক স্রোত বলা হয়।
সামুদ্রিক স্রোত দুই - প্রকারের (ক)
উষ্ণ স্রোত ও (খ) শীতল স্রোত।
( ১ ) উষ্ণস্রোত
: সমুদ্রস্রোত যখন উষ্ণমন্ডল থেকে প্রবাহিত হয় , তখন তাকে উষ্ণস্রোত বলে।
( ২ ) শীতল
স্রোত :- শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে যায়।
মেরুদেশ থেকে প্রবাহিত স্রোত হলো শীতল স্রোত।
( ৩ ) নিরক্ষীয়
স্রোত :- নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত স্রোতকে বলে নিরক্ষীয় স্রোত।
( ৪ ) মেরুদেশীয়
স্রোত :- মেরুপ্রদেশ থেকে প্রবাহিত সমুদ্রস্রোতকে মেরুদেশীয় স্রোত বলে।
( ৫ ) বহিঃস্রোত
ও অন্তঃস্রোত :- জলের অপেক্ষাকৃত উপরের অংশে প্রবাহিত স্রোতকে বহিঃস্রোত বলে এবং জলের
নিচের অংশ দিয়ে প্রবাহিত স্রোতকে অন্তঃস্রোত বলে।
সমুদ্রস্রোত
যেদিকে যায়, নামকরণ সেরকম হয়।
Thank you ..
Reviewed by Exam Canvas
on
December 01, 2020
Rating:

No comments: